শিরোনাম

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৮:২২ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ সরকার থাকলে মানবিক সংকট আরো বৃদ্ধি পাবে: মুফতী ফয়জুল করীম

ফাইল ছবি

আমিনুল ইসলাম: [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকারের জুলুম নির্যাতন সকল রেকর্ড ছাড়িয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতিসংঘ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে দেশে মানবিক সংকট চলছে।  এসরকার ক্ষমতায় থাকলে মানবিক সংকট আরো বৃদ্ধি পেতে থাকবে। 

[৩] বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার হওয়ার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসের বাবা সাহাবুর রহমানের উত্তরার বাসায় যান মুফতী সৈয়দ ফয়জুল করীম। নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। 

[৪] এ সময় তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, আসিফ মাহতাব দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে সত্যের বিজয় হবে, দেশের মানুষ মুক্তি পাবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা হবে। 

[৫] দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল এবং আলহাজ আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। 

[৬] এর আগে বৃহস্পবিার দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মুফতী ফয়জুল করীম। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়