শাহীন খন্দকার: [২] জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ২০২৩ পঞ্জিকাবর্ষের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সচিব শফিউল আজিমের নিকট জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
[৩] মঙ্গলবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁঞা'র নেতৃত্বে দলীয় বাৎসরিক হিসাব জমা দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, পার্টির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
[৪] জাতীয় পার্টি ২০২৩ পঞ্জিকাবর্ষে পার্টির মোট আয় হয়েছিল ৩২,২৭৯,৮৩১.৪৪ টাকা, ব্যয় হয়েছে, ১১,৩১৮,৫২৫.০০ টাকা এবং সমাপনি বৎসরে ব্যাংক স্থিতি ২০,৯৬১,৩০৬.৪৪ টাকা। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন. জাতীয় পার্টিও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :