শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৯:৪১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] ক্ষমতাসীন ১৪ দলের এমন সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

[৩] জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

[৪] রাজনৈতিক দল হিসেবে হাইকোর্ট থেকে ইতোমধ্যেই নিবন্ধন হারানো দল জামায়াতকে দেশের যে কোন রাজনীতি কর্মকান্ড থেকে নিষিদ্ধ করতে যা যা করা লাগবে তা বাস্তবায়ন করবে সরকার বলে এ সময় সাংবাদিকদের জানিয়েছেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।  

[৫] সোমবার রাতে গণভবনে দেশের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তারা। 

[৬] সম্প্রতি কোটা আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের জানমাল রক্ষায় কারফিউ জারি করে সরকার। 

[৭] এর আগে, দেশে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। 

[৮] জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না বলে মন্তব্য করেন ১৪ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী । সম্পাদনা: এম খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়