রিয়াদ হাসান: [২] ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে দলটি।
[৩] শনিবার (২৭ জুলাই) গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান জানান, শুক্রবার রাত ২টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
[৪] এদিকে আবু হানিফের পরিবার জানিয়েছে, এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
[৫] এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ। সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :