শিরোনাম

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবি পার্টির খালিদ হাসান গ্রেপ্তার, মঞ্জুর বাসায় তল্লাশি

আমিনুল ইসলাম: [২] আমার বাংলাদেশ পার্টি —এবি পার্টি’র কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসানকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

[৩] এছাড়া বুধবার গভীর রাতে পাটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ ও ডিবি। এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তাজুল ইসলাম যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

[৪] বিবৃতিতে তারা আরো বলেন, সংগঠিত গণহত্যাকারীদের বাচাতে চিরুনি অভিযানের নামে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তারা অবিলম্বে এবিএম খালিদ হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়