শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী হত্যার বিচার করে তারপর আলোচনা করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

রিয়াদ হাসান: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এখন আলোচনার কী আছে, এতগুলো প্রাণ গেলো যাদের কারণে তাদের বিচার করেন। যারা গুলি করে শিক্ষার্থীদের হত্যা করলো তাদের বিচার করে তারপর আলোচনা করতে হবে।

[৩] বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

[৪] আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোটা সংস্কারের দাবিটি ছিল সাধারণ। এ বিষয়কে সমাধান না করে অনেক দূরে নিয়ে গেছে সরকার। আলোচনার প্রস্তাব এখন সরকারের জন্য অনেক দেরি হয়ে গেছে।

[৫] তিনি আরও বলেন, সৎ উদ্দেশ্যে সরকার শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়ার মতোই কোটা সংস্কারের দাবিকে বাতিলের পায়তারা করছে আদালতকে ব্যবহার করে। সরকারের পদত্যাগ করা উচিৎ।

[৬] বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকার অস্তিত্ব সংকটে পড়ে গেছে তাই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আদালতের কথা বলে সরকার আবার ফাঁদ পেতেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সরকার এখন আলোচনায় বসার কথা বলছে।

[৭] আলোচনার কথা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবারও অপকৌশল করছে সরকার দাবি করে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা লাশ নয়, মানুষের মুক্তির জন্য তারা শহীদ হয়েছেন। রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের সঙ্গে আলোচনা করা শিক্ষার্থীদের ঠিক হবে না। এই মুহূর্তে সরকারের পদত্যাগই সবকিছুর সমাধান। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়