রিয়াদ হাসান: [২] কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি 'কমপ্লিট শাটডাউনে' পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট।
[৩] বুধবার (১৭ জুলাই) রাতে এক বিবৃতিতে জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই সমর্থন জানান।
[৪] বিবৃতিতে তিনি কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
[৫] তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান ন্যায়সংগত ও যৌক্তিক আন্দোলনকে ক্ষমতাসীনরা অন্যায়ভাবে বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্পাদনা: সালেহ বিপ্লব
এসবি২
আপনার মতামত লিখুন :