শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১২:৩৪ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফালুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩১ জুলাই

এম.এ. লতিফ: [২] মঙ্গলবার  ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোন সাক্ষী আদালতে না আসায় দুদক সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এই নতুন দিন ধার্য করেন।

[৩] ৮ জুলাই, ২০০৭ রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় ফালুর স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। ১৪ ফেব্রুয়ারি, ২০০৮ দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে মামলায় চার্জশিট দাখিল করেন ।

[৪] চার্জশিট দাখিলের পর  মোছাদ্দেক হোসেন ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করায় দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরবর্তীতে হাইকোর্ট ফালুর মামলা খারিজ করে দেন এবং তার স্ত্রীর মামলা গ্রহণ করে তাকে অব্যাহতির আদেশ দেন। ফলে ২৭ আগস্ট, ২০১৮ আদালত মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় চার্জগঠন করেন ।

[৫] মামলার অভিযোগে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি, ২০০৭ দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী দাখিলের নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়