আমিনুল ইসলাম : [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী গুন্ডাবাহিনীর নজিরবিহীন নারকীয় তান্ডব ৭১ এর পাক হানাদার বাহিনীর নির্মমতাকেও হার মানিয়েছে।
[৩] বিবৃতিতে তারা বলেছেন, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আওয়ামী লীগের ভারাটিয়া ও বহিরাগত টোকাই দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর যে তান্ডবলীলা চালিয়েছে তা অতীতের সকল বর্বরতার রেকর্ড ভঙ্গ হয়েছে। মাফিয়া সরকারের মন্ত্রীএমপিদের নির্দেশ ছাড়া যা মোটেও সম্ভব নয়।
[৪] তারা আরো বলেন, এ সরকার মেধাবীদের মূল্য দিবে না। কারণ মেধার মূলায়ণ হলে চুরি করা যাবে না, লুটপাট করা যাবে না, রাষ্ট্রের কোটি কোটি টাকা দুর্নীতি করা যাবে না।
[৫] তারা আরো বলেন, প্রধানমন্ত্রী নিজেই তার পিওনের দুর্নীতির প্রকাশ করেছেন। একজন সামান্য পিওন যদি এতো পরিমাণ দুর্নীতি করে তাহলে সেই অফিসের কর্মকর্তারা কী পরিমাণ দুর্নীতি হয়েছে তা কি ভাবা যায়? শুধু পিওন নয় সরকারের সকল মন্ত্রী এমপি ও আমলাদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। সম্পাদনা: কামরুজ্জামান
আপনার মতামত লিখুন :