শিরোনাম
◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকার জাতির জন্য একটি গজব স্বরূপ: ইসলামী আন্দোলন

আমিনুল ইসলাম: [২.১] রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতিকে সর্বত্র ছড়িয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, রাষ্ট্রের নিয়োগ দেয়া পুলিশ কমিশনার, সেনাপ্রধান, প্রধান বিচারপতি এরা সকলেই দুর্নীতিগ্রস্ত। 

[২.২] তারা কয়েকজনই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে। রাষ্ট্র তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? এতে সহজেই বুঝা যায়, রাষ্ট্রও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে। ডামি সরকারের দলীয় লোকজন, মন্ত্রী-এমপি, প্রশাসন সকলেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। ব্যাংকগুলো খালি করে দেয়া হয়েছে। অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচণীয় পর্যায়ে। দেশ দেউলিয়া হয়ে গেছে। আর এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের উপর। সাধারণ মানুষ বাজারে গিয়ে মাথায় হাত দিয়ে খালি ব্যাগ নিয়ে ফিরে আসছে। 

[৩] তিনি আরো বলেন, মন্ত্রী-এমপিরা বলছেন, দেশের মানুষ খুব ভাল আছে। এমন মিথ্যাচারের কারণে দেশ গজবে নিপতিত। কাজেই বর্তমান সরকার জাতির জন্য একটি গজব স্বরূপ। রোববার  সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়ন শাখা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ডামি সরকারকে দ্রুত বিদায় করে দেশপ্রেমিক মানবতাবাদী সরকার প্রতিষ্ঠা করা ছাড়া মানবতার মুক্তি আসবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। সম্পাদনা: কামরুজ্জামান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়