শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৮:৪২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় আন্দোলনের পথে যেতে হবে: মান্না

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দাবি আদায়ে বড় আন্দোলনের পথে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঞ্চের উদ্যোগে ‘৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর’ শীর্ষক এই আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

[৩] সভায় মান্না বলেন, ‘যেরকম করে যুক্তফ্রন্ট, কংগ্রেস কর্মসূচি দিয়েছে, কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে কর্মসূচি হতে হবে। এমনও হতে পারে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলনে চলছে, সেটা আমাদের দাবিনামার মধ্যে আসতে পারে। যাতে ছাত্রদেরও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। আমাদের সবাইকে মিলে লড়াইটা করতে হবে এই সরকারের পতনে। যেরকম করে ছাত্ররা গতকাল (বৃহস্পতিবার) ব্যারিকেড ভেঙেছে, সেরকম করে লড়াইয়ের চিন্তা করি।’

[৪] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেন, ‘কোটা আন্দোলন ইতোমধ্যেই জনগণের মন স্পর্শ করেছে। ছাত্র-তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাক্সক্ষার প্রতিনিধিত্ব করছে। ৫৩-৫৪ বছর পরে একটা জাতিরাষ্ট্রের নিয়োগ পদ্ধতি কী হবে, তা নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে।’

[৫] কোটা সংস্কার মামলা মোকাদ্দমার বিষয় না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক, প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবি গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কীভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরি নিয়োগ হবে সে ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে।’

[৬] ভারত ও চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কোনো কিছুই নিয়ে আসতে পারেননি, খালি হাতে এসেছেন’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘চীন সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। সরকার ও সরকারি দলে কোনও হাসি নাই। ইতোমধ্যেই রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা খবর দিয়েছেন, ডাল ম্যা কুচ কালা হ্যায়।’ 

[৭] এই বাম নেতা আরও বলেন, ‘ভারত থেকে যেমন কিছু আনতে পারেননি, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনোকিছুই বাস্তবে আনতে পারেননি। আমি মাঝেমধ্যে বলি- একটা কথা আছে, যে ব্যক্তি একইসঙ্গে দুইটা খরগোশের পেছনে দৌড়ায়, সে একটা খরঘোশও ধরতে পারে না। প্রধানমন্ত্রীর দুই খরগোশের পেছনে দৌড়াতে গিয়ে তার আম ও ছালা দুটোই এখন যাওয়ার জোগাড় হয়েছে।’

[৮] উল্লেখ্য, আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জেএসডির সহসভাপতি তানিয়া রব, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি মিয়া মসিউজ্জামান প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়