শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওলামা দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

রিয়াদ হাসান: [২] ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন শুক্রবার (৫ জুলাই) সংগঠনের মহানগর উত্তর ও দক্ষিণের এই কমিটি অনুমোদন করেছেন।

[৩] ঢাকা মহানগর উত্তর শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হিজবুল্লাহ ফরহাদ, হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান, হাফেজ মাওলানা মো. নেয়ামত উল্লাহ, হাফেজ মাওলানা মো. ওয়ালী উল্লাহ, হাফেজ মো. আবু লাইচ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. মোরতাজ এবং মাওলানা মো. জামাল উদ্দিন চাকলাদার।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন খলিলী, সদস্য সচিব মাওলানা মো. ফারুক হোসাইন (রুদ্র), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. শফিকুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক মাওলানা গাজী আবু বকর শিবলী, মাওলানা মো. মাহফুজুর রহমান, মাওলানা আবদুস সোবহান, মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, মাওলানা মো. শহিদুল ইসলাম শাওন, মাওলানা মো. দেলোয়ার হোসেন (আলতু), মাওলানা মো. মিজানুর রহমান এবং মাওলানা মো. হাবিবুর রহমান।

[৫] উল্লেখ্য, গত ২ মে ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি এবং অধীন থানা কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

[৬] এর আগে গত ২৬ এপ্রিল মাওলানা সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্যসচিব করে ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। এরপর ২ জুলাই ওলামা দলের ১৩৭ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়