শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওলামা দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

রিয়াদ হাসান: [২] ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন শুক্রবার (৫ জুলাই) সংগঠনের মহানগর উত্তর ও দক্ষিণের এই কমিটি অনুমোদন করেছেন।

[৩] ঢাকা মহানগর উত্তর শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হিজবুল্লাহ ফরহাদ, হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান, হাফেজ মাওলানা মো. নেয়ামত উল্লাহ, হাফেজ মাওলানা মো. ওয়ালী উল্লাহ, হাফেজ মো. আবু লাইচ, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা মো. মোরতাজ এবং মাওলানা মো. জামাল উদ্দিন চাকলাদার।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি হলো- আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন খলিলী, সদস্য সচিব মাওলানা মো. ফারুক হোসাইন (রুদ্র), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. শফিকুল ইসলাম সজিব, যুগ্ম আহ্বায়ক মাওলানা গাজী আবু বকর শিবলী, মাওলানা মো. মাহফুজুর রহমান, মাওলানা আবদুস সোবহান, মাওলানা মো. নুরে আলম সিদ্দিকী, মাওলানা মো. শহিদুল ইসলাম শাওন, মাওলানা মো. দেলোয়ার হোসেন (আলতু), মাওলানা মো. মিজানুর রহমান এবং মাওলানা মো. হাবিবুর রহমান।

[৫] উল্লেখ্য, গত ২ মে ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি এবং অধীন থানা কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

[৬] এর আগে গত ২৬ এপ্রিল মাওলানা সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্যসচিব করে ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। এরপর ২ জুলাই ওলামা দলের ১৩৭ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়