শিরোনাম
◈ বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল ◈ চট্টগ্রামে আক্রোশ, অন্তঃকোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার একের পর এক খুন আহত প্রায় ২ হাজার! ◈ চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা ◈ বছরের প্রথম সূর্যগ্রহণ আসছে ২৯ মার্চ ◈ চাঁদ দেখা কমিটির সভা রবিবার ◈ অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত ◈ আর একদিন পর সাঙ্গ হবে শেখ জায়েদ গ্রান্ড মসজিদের বিশ্বের অন্যতম বৃহত্তম ইফতার সম্মিলন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমিতে হাঁস ঢুকা নিয়ে বিরোধ, দুপক্ষের সংর্ঘষে আহত ২০ ◈ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ◈ তাহলে কি রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচ-ওয়ানবি ও এফ-ওয়ান ভিসা কী? জেনে নিন

বিদেশে ভ্রমণ অনেকেই করেন। কেউ স্থায়ীভাবে আবার কেউ অস্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশ যান। আবার পর্যটক ভিসা নিয়েও অনেকে বিদেশে ভ্রমণ করে থাকেন। তবে কিছু বিশেষ ভিসা আছে যা আমাদের সকলের জানা দরকার। যেমন - এইচ-ওয়ানবি ভিসা ও  এফ- ওয়ান ভিসা।

এইচ-ওয়ানবি ভিসা:  H-1B ভিসা হলো একটি অস্থায়ী কর্মসংস্থান ভিসা, যা যুক্তরাষ্ট্র উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য দিয়ে থাকে। এটি সাধারণত তথ্যপ্রযুক্তি (আইটি), ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, ফিনান্স, মেডিকেল এবং অন্যান্য বিশেষায়িত পেশায় কাজ করতে ইচ্ছুক পেশাদারদের জন্য বরাদ্দ করা হয়।

H-1B ভিসার গুরুত্বপূর্ণ বিষয়গুলো: মেয়াদ: সাধারণত ৩ বছর দেওয়া হয়, যা সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত বাড়ানো যায়।

স্পন্সর: আবেদনকারী নিজে আবেদন করতে পারে না, একটি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি তাকে স্পন্সর করতে হয়।

যোগ্যতা: আবেদনকারীর কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি বা সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

গ্রিন কার্ডের সম্ভাবনা: অনেকে H-1B ভিসা থেকে গ্রিন কার্ড (স্থায়ী বসবাসের অনুমতি) পাওয়ার জন্য আবেদন করেন।

H-1B ভিসার সীমাবদ্ধতা: প্রতি বছর সীমিত সংখ্যক H-1B ভিসা ইস্যু করা হয় (সাধারণত ৮৫,০০০টি)।

লটারি সিস্টেম এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়, যার কারণে সবাই ভিসা পায় না।

H-1B ভিসাধারীরা স্পন্সর করা কোম্পানি পরিবর্তন করতে চাইলে নতুন ভিসার আবেদন করতে হয়।

এই ভিসাটি উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে প্রবেশের অন্যতম প্রধান উপায়।

F-1 ভিসা: 

F-1 ভিসা হলো যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের জন্য দেওয়া স্টুডেন্ট ভিসা, যা আন্তর্জাতিক ছাত্রদের পূর্ণকালীন শিক্ষা গ্রহণের অনুমতি দেয়।

F-1 ভিসার গুরুত্বপূর্ণ বিষয়: উদ্দেশ্য: যুক্তরাষ্ট্রের স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল বা ভাষা শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করা।যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে এবং প্রমাণ করতে হবে যে তার পর্যাপ্ত আর্থিক সংস্থান রয়েছে।

কাজ করার নিয়ম: ক্যাম্পাসের ভেতরে সীমিত সময়ের জন্য কাজ করা যায় (প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা)।

OPT (Optional Practical Training) বা CPT (Curricular Practical Training) নিয়ে পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় কাজ করার সুযোগ থাকে।

মেয়াদ: কোর্স শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকে, তবে মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয় বা অন্য ভিসায় পরিবর্তন করতে হয়।

F-1 ভিসার সীমাবদ্ধতা: যুক্তরাষ্ট্রে পার্ট-টাইম বা ফুল-টাইম চাকরি করা যায় না, শুধুমাত্র নির্দিষ্ট নিয়মে কাজ করা সম্ভব।

পড়াশোনা শেষ করার পর H-1B কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করা লাগে যদি যুক্তরাষ্ট্রে চাকরি করতে চান।

স্পন্সর প্রয়োজন হয় না, তবে অর্থনৈতিক সামর্থ্য প্রমাণ করা লাগে।

এটি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়