শিরোনাম
◈ যুক্তরাজ্যে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় পলাতক চার মন্ত্রী! ◈ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে ◈ অবিশ্বাস্য লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ! ◈ ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা অনৈতিক: মার্কিন আইনপ্রণেতারা ◈ দিনাজপুর মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীর সমাগমে সরগরম ও প্রাণবন্ত ◈ তাইওয়ানের চারপাশে চীনের বড় সামরিক মহড়া! ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭ ◈ ইরান হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা দেবে না গালফ দেশগুলো ◈ এবার তিন গুণ খরচ হচ্ছে নতুন টাকা ছাপাতে, কোন নোট ছাপাতে কত খরচ হয়? ◈ সেভেন সিস্টার্স ইস্যু: বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট ছাড়া পৃথিবীতে মাত্র তিন ব্যক্তি ভ্রমণ করতে পারেন সব দেশ

বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর ১০০ বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে, তিনি রাষ্ট্রপ্রধান হোন বা অন্য কোনও ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকেরই পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা ভাবাই যায় না।

এই পাসপোর্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, তার নাগরিকত্বের প্রমাণ-সহ স্বাক্ষর থাকে। এটাই স্বাভাবিক একটি নিয়ম। কিন্তু আপনি জানেন কি, এই নিয়ম তিনজনের জন্য প্রযোজ্য নয়।

সেই তিনজন বিদেশ ভ্রমণে গেলে পাসপোর্টের কথা ভুলেও কেউ জিজ্ঞেস করবে না।

সেই সৌভাগ্যবানরা ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও রানি। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন তিনি এই সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পর ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার দরুন তার সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেয়া হোক।

শুধু ব্রিটেন রাজ পরিবারের রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারবেন। তার পরিবারের বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। এমনকি রানি থাকলেও তিনি এ সুবিধা পাবেন না। ঠিক একইভাবে জাপানের রাজা এবং রানিও এই সুবিধা পান। তারাও পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন।

জানা গেছে, ব্রিটেনের রাজার সফরে একটি নথি রাখা হয়। যেখানে লেখা থাকে, এই নথিটি যার কাছে থাকবে তাকে অবাধে সফর করার সুযোগ দেয়া হোক। যদিও এই নথি শুধু রাজাই পেয়ে থাকেন। অপরদিকে, জাপানের রাজা ও রানি কোনো দেশ সফর করার আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দেশে এই দুইজনের বিষয়ে বিস্তারিত লিখে পত্র পাঠায়। যাতে তাদেরকে ইমিগ্রেশনের মুখে পড়তে না হয়।

পৃথিবীর ২০০ টিরও বেশি দেশের ৮০০ কোটিরও বেশি মানুষের মধ্যে শুধু এই তিনজন ব্যক্তিই পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। তাদের পাসপোর্ট তো কেউ দেখতে চাইবেই না, অতিরিক্ত আতিথেয়তা ও পূর্ণ মর্যাদা দেয়া হবে তাদের। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়