মাসুদ রানা: বাংলাদেশের বামপন্থী দলগুলো কার্যতঃ নানা প্রকারের সাংস্কৃতিক সংগঠন, যাদের মধ্যে কোনো-কোনোটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। রাজনীতির যে মূল লক্ষ্য - রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে একটি প্রকল্প বাস্তবায়িত করা, তা তাদের বিশ্বাসে, আশ্বাসে ও আচরণে লক্ষ করা যায় না। এরা প্রধানতঃ 'দিবস' উদযাপন, স্মরণ সভা, 'মানি না', 'মানতে হবে' প্রকারের স্লৌগান ও বক্তৃতা-বিবৃতিমূলক কাজকর্মেই ব্যস্ত। সাধারণভাবে, যে-কোনো রাজনৈতিক দলের হওয়া উচিত একটি ছায়া সরকার, যেটি যে-কোনো মুহূর্তে রাষ্ট্র চালানোর দায়িত্বপ্রাপ্ত হয়ে রাষ্ট্র চালাতে সক্ষম।
পাঠক, বাংলাদেশের সরাকারী দল ছাড়া অন্য কোনো দলের মধ্যে - বিশেষতঃ বামপন্থী দলগুলোর মধ্যে - কি ছায়া সরকারের প্রচ্ছায়া দেখতে পান? বামপন্থী দলগুলোর প্রতি বাংলাদেশের জনগণ লক্ষণীয় কোনো অনুরাগ যেমন নেই, তেমনি কোনো বিরাগও নেই। আসলে, জনগণ তাদেরকে প্রাসঙ্গিক মনে করে না। মজার ব্যাপার হলো, বামপন্থী দলগুলোর দাবী হচ্ছে যে, তারা জনগণের প্রতিনিধিত্ব করে, যদিও নির্বাচনে দলীয় সদস্যদের অনেকেই দলীয় প্রার্থীকে ভৌট দেয় না।
বামপন্থী দলগুলো দারুণ ইণ্টারেস্টিং ব্যক্তিসমষ্টিতে পূর্ণ। তবে, ওরা হার্মলেস - ক্ষতিকর নয় এবং কাজেরও নয়। অনেকে এদেরকে ভালো মানুষ বলে। আর, এটি সম্ভবতঃ এদের বেঁচে থাকার প্রেরণা। লণ্ডন, ইংল্যাণ্ড