শিরোনাম
◈ স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস ◈ ফিলিস্তিনের জন্য সাকিবের ১০ কোটি টাকা সাহায্যের গুজব! ◈ ডি‌পিএ‌লে ধানমন্ডির জয়, সেঞ্চু‌রি না পাওয়ার আ‌ক্ষেপ সোহা‌নের ◈ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার নামকরণ অনুষ্ঠান ◈ থাইল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ১৭৮ রা‌নের রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাই শুরু  বাংলাদেশ নারী দলের ◈ ভারতে পালিয়ে থাকা আ’লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘কামডা না করে আকামডা করো’ (ভিডিও) ◈ সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ঝড় হতে পারে  ◈ ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি ◈ বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আর কেউ আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই’। 

অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। 

ফেসবুকে দেওয়া তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’। 

‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা।  খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই। 

ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে-জামাই। তিনি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়