ফেইসবুক থেকে: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আ্যকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ওয়াশিংটন থেকে প্রাপ্ত দারুণ এক ছবি দেখলাম। ব্যানার আর প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে পলাতক লীগের আমেরিকান প্রবাসী কয়েকটা সাগরেদ। সেই সংখ্যাটা আবার এমন যে সাত হাত লম্বা ব্যানারের পেছনে সাত দো গুনে চৌদ্দজনও নাই!
এর ভেতর আবার নতুন চমক, দেখি মোদীরে আমেরিকায় ওয়েলকাম করা প্ল্যাকার্ডও ওই আফসোস লীগের ক্ষুদ্র সমাবেশে। আর কাঁপা কাঁপা গলায় মোদীজি, মোদীজি স্লোগান দিচ্ছে। ভালোই হইছে একদিক থেকে। ওপারের মিডিয়ার চ্যালাপ্যালা আর আমাদের এইপাড়ের পলাতক লীগ গুলো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে।
দেশের মানুষের আর কষ্ট করে সংযোগ খুঁজেও দেখতে হচ্ছে না, এখন এরা নিজেরাই দেখি অন্যদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়ে দিচ্ছে ওরা আসলে কাদের দাস। পলাতক লীগরে তাদের সততার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :