শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারুফ কামাল খানের মন্তব্য

‌‌শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভারতে বসে একের পর বিষোদগার মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধ, গুম, বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১টা ২১ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। আমাদের সময় ডটকম-এর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

‘ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল। কিন্তু এখন তার  কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না।  সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন। নতুন করে মিথ্যে কেচ্ছা-কাহিনী ফাঁদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে, তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা’।

‘এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না।  নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারেন না।  নতুন কোনো ব্লাফ কৈ হাসিনার? বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেঁয়ে পুরনো মিথ্যা তো আর চলেনা। শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন।  তার কাঁদো কাঁদো অভিনয়, ভিক্টিম কার্ড খেলা, শিগগিরই চিত্র পালটে দেয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং  ‘‘আমার কী অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন’’ এসব এখন কেবলই চর্বিত চর্বন’। 

‘লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না।  হত্যা করে তার দায় অন্যের ওপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে।  তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পুওর পারফর্ম্যান্সে।  সবাই বুঝতে পাচ্ছে হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন।  আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়