শিরোনাম
◈ ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর ◈ কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির ◈ দেশে প্রথমবার অভ্যন্তরীণ রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু, রপ্তানিতে আসবে গতি ◈ 'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ◈ কৃ‌ষি গু‌চ্ছের বিশ্ব‌বিদ‌্যালয় ও বিষয় পছ‌ন্দের আবেদন শুরু ◈ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পক্ষে ভারতের যুক্তি: ‘আগে বাংলাদেশ কী করেছে, সেটাও দেখতে হবে’ ◈ কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মডেল মেঘনা: চার্জশিটে অভিযোগ ◈ মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক ◈ দীর্ঘ বিরতির পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, শিক্ষা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতার অঙ্গীকার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হীরো আলম উপদেষ্টা হোক বলে একদল লোক ট্রল করছেন

আব্দুন নূর তুষার, ফেইসবুক থেকে : হীরো আলম উপদেষ্টা হোক বলে একদল লোক ট্রল করছেন। আপনারা যখন হীরো আলম নির্বাচন করেছিলো তখন যদি এম পি হতো - তাকে নিয়ে কি একই রকম তামাসা করতেন? দেশের আইনে ভোট পেয়ে আলম এমপি হতে পারলে - উপদেষ্টা হতে পারবে না কেন? ফারুকী কেন উপদেষ্টা হলো এই নিয়ে এতো অস্থিরতা কেন? তাহলে আপনারা একশ নাম দেন যারা এই দেশে উপদেষ্টা হবার উপযুক্ত ও যাদের বয়স ষাটের কম।

আপনারা ফেসবুক থেকে উপদেষ্টা ঠিক করে দেন। আপনারা ভুলে যাচ্ছেন যে এই দেশে আপনারাই দলীয় চিন্তা থেকে ভালো মানুষদের সুশীল চুশিল বলে হেয় করেছেন। আপনারা ভাড়াটিয়া গালিবাজ দিয়ে বড় ছোট সবাইকে গালাগালি করিয়েছেন।বাটপার এস আলমকে নিয়ে চুরি করে তিনি কত মহান - সেই গান গেয়েছেন।

ভন্ড ইনফ্লুয়েন্সারদের বন‍্যা বাবা - দান বাবা - বানিয়েছেন। ইলেকশনের আগে ফেসবুক এর মুরগীর রান চিবানো - মরিচ খেয়ে লাল গু বের হবে এমন ভিডিও বানানো ইনফ্লুয়েন্সারদের সাথে ছবি তুলেছেন। দুইপাশে পড়েনা চোখের পলক - বিয়ান সাবের বুকের জমি অল্পটাকা দাম গান গাওয়া দুই নায়ক নিয়ে ছাবলামো করেছেন।

আমি তো মনে করি আপনাদের মতো হীরো আলমকে হেয়কারী লোকদের পছন্দসই সম্ভাব‍্য উপদেষ্টা হতে পারেন -  নারী ও শিশু - পরীমনী। সমাজ কল‍্যান - সেফুদা। আমি সিরিয়াসলি বললাম। দেশের নিয়মে এ বিষয়ে কোনো বিধিনিষেধ নাই। বৈষম‍্যও নাই। হীরো আলম উপদেষ্টা হলে কোনো অসুবিধাও নাই। সে অন্তত ভন্ড তেলবাজ ভীতু কাপুরুষ না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়