শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৩:৫৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব পক্ষই নিজেদের হেডম দেখালেন, অথচ মূল্য চুকালো কিছু প্রাণ

শুভ কামাল

শুভ কামাল: মানুষ যেদিন থেকে মারা যাওয়া শুরু হলো তার আগের দিন মাহমুদ দারবিশের কবিতা অবলম্বনে বলেছিলাম, ‘একদিন এই আন্দোলন থেমে যাবে। দুই পক্ষের নেতারা হ্যান্ডশেক করবে। সেই বৃদ্ধা মা তার সন্তানের জন্য অপেক্ষায় থাকবে, সেই স্ত্রী অপেক্ষার প্রহর গুনবে তার স্বামীর ফেরত আসার, শিশুরা আশা নিয়ে অপেক্ষা করবে তাদের পিতা একদিন ঘরে ফিরবে। আমি জানি না কারা এই আন্দোলন নিয়ে ব্যবসা করবে, কিন্তু আমি জানি কারা এর মূল্য চুকাবে’।

ছাত্রদের বলেছিলাম, কোর্টের রায়ের জন্য একটা মাস অপেক্ষা করতে। সেই কোর্টের রায়ই তো হলো, পঁচিশ দিন আগে হলো। রায় পঁচিশ দিন এগিয়ে আনার জন্য এতগুলা প্রাণক্ষয় ওয়ার্থ করলো কি? হ্যাঁ, সরকার চাইলে আগে সমঝোতা করতে পারতো। সেখানে তাদের ভুল আছে। তারা ছাত্রদের ট্যান্ট্রাম সামাল দেয়ার জন্য কিছু একটা বলতে পারতো। তারা রায় পরবর্তী  সময়ে এগিয়ে এনেছে। কিন্তু আপনারা সহনশীলতা কোথায় দেখিয়েছেন? আসেন আপনাদের ভুলগুলোও একটু দেখি। প্রথমত, ফাইনাল সবচেয়ে বড় আন্দোলনটা হওয়া উচিত ছিল কোর্টের রায়ের পর সেই রায় পক্ষে না আসলে। তখন আন্দোলন করলে এখন যেমন লোকে জাস্টিফিকেশন দিতে পারছে তা পারতো না এবং আন্দোলনও আরো তীব্র হতো। 

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই অহেতুক রক্তপাত এড়ানো যেত। দ্বিতীয়ত, গুগল করে দেখেন কীভাবে এই যুগে আন্দোলন সফল করতে হয়। এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, ‘উইনিং হার্ট অ্যান্ড মাইন্ড’। অর্থাৎ সাধারণ মানুষের মন জয় করে আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা বাড়ানো। এই যে একাধিক মানুষ মেরে আপনারাও উলটো করে ঝুলিয়ে দিলেন, এটা-ওটা পোড়ালেন, তাতে কি হার্ট অ্যান্ড মাইন্ড জয় করা সম্ভব? তাছাড়া আপনাদের শ্লোগানেও অনেকেই ট্রিগার খেয়েছে। আমার তো মনে হয় না ছাত্ররা মানুষ উলটা করে ঝুলাইছে। মনে হয় না মেট্রোরেলে আগুন ছাত্ররা দিয়েছে। তাহলে কারা ছিল সবকিছুর পেছনে? মানুষ মারা যাওয়ার দায় যেমন সরকারকে নিতে হয়, আন্দোলনে ক্ষয়ক্ষতি মৃত্যুর দায়ও আন্দোলনকারীদেরই নিতে হয়। সব পক্ষই নিজেদের হেডম দেখালেন। অথচ মূল্য চুকালো কিছু প্রাণ। ২৫-৭-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়