শিরোনাম
◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১২:৩৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল মাহমুদের প্রকৃত ও মেকি প্রেমিকদের প্রতি

আনোয়ার হোসেন মঞ্জু

আনোয়ার হোসেন মঞ্জু : এ বছর কবি আল মাহমুদের প্রতি প্রেমভাব প্রকাশ একটু বেশি অথবা বাড়াবাড়ি পর্যায়ের মনে হয়েছে। এই প্রেম যেন আগ্নেয়গিরির সুপ্ত লাভার আকস্মিক উদগীরণ।  তাদের প্রেম আমি জানি। তিনি সংগ্রামে থাকাকালে অন্যত্র প্রকাশিত একটি কবিতায় তিনি ইসলামের অবমাননা করেছেন বলে দ্বীনের খাদেমরা তাঁকে কীভাবে অপমান করেছেন, শুধু অপমান নয়, মারমুখী আচরণ করেছেন, তা প্রত্যক্ষ করে ব্যথিত হয়েছি। ঘটনার পর তিনি দুঃখ করে আমাকে বলেছিলেন, একাউন্ট সেকশনের কেরানিও যদি আমার কবিতা বিশ্লেষণ করে, তাহলে কোথায় যাই।
৩৪ বছর আগে ঢাকা ডাইজেস্টে প্রকাশিত তাঁর দীর্ঘ সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ দিচ্ছিলাম ফেসবুক ওয়ালে। আল মাহমুদ প্রকৃত ও মেকি প্রেমিকরা অত্যন্ত উৎসাহিত, উচ্ছসিত। আজ তাঁর সাক্ষাৎকারের আরেকটি অংশ ‘আল মাহমুদের গ্রেফতার ও কারাবাস’ পোস্ট করার পর তাঁর সকল ধরনের প্রেমিকদের অবস্থা দেখে মনে হলো, তাদের প্রেম উধাও হয়ে গেছে। আমি বুঝি, কেন। গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা বলেছেন, তা তার ৩৪ বছর পরের প্রেমিকদেরও পছন্দ হয়নি। অথচ এই গ্রেফতারকে তিনি বলেছেন তাঁর জীবনের সবচেয়ে পীড়াদায়ক ঘটনা। আমি বলি, প্রেমে যদি ‘মজনু’ হতেই না পারো, সে প্রেম না দেখানোই ভালো। 

আমার কি প্রয়োজন জঙ্গলে লাঠি পেটানোর? অতএব, মনের দুঃখে পোস্টটি তুলে নিয়েছি। তাঁর সাক্ষাৎকারের বাকি অংশও আর পোস্ট করবো না। 

সব্বে সত্তা সুখিতা ভবন্তু  জগতের সকল প্রাণী সুখী হোক। ১৬-৭-২৪।  https://www.facebook.com/anwar.manju

  • সর্বশেষ
  • জনপ্রিয়