শিরোনাম
◈ রাজনীতিতে অনৈক্যের সুর,অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি  ◈ পদত্যাগ দাবি প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এত স্বর্ণ সঙ্গে কেন রাখলেন, কারণ যা জানা গেল ◈ ‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা!’, জওয়ানরা একথা কেন বলল, আজও জানতে পারিনি ◈ ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারালো  লিভারপুল ◈ টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে আজ নিউজিল্যান্ডকে হারাতেই হবে ◈ ইউএসএআইডির সকল কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন! ◈ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ঠিকানা খুঁজে পাননি লিটন দাস ও মোস্তাফিজ ◈ লা লিগায় জিরোনাকে হারালো রিয়াল মাদ্রিদ ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক মার্চে,  ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৪:২৪ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে, বিষয়টা এখন আদালতের হাতে

ইমতিয়াজ মাহমুদ

ইমতিয়াজ মাহমুদ: ‘প্রধানমন্ত্রীর ভুল কথার জবাবে-১১’Ñ এই শিরোনামে আনু মুহাম্মদ তার ফেসবুকে একটা লেখা পোস্ট করেছেন। লেখাটা শুরু করেছেন এই বলে যে, ‘একটু আগে কোটা আন্দোলন নিয়ে আপনার কথা শুনলাম। আপনি বললেন, আদালতের রায়ের ক্ষেত্রে আপনার কিছু করার নেই, অথচ আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সরকার প্রয়োজনমতো নিজেরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে?’ আনু মুহাম্মদের এই কথাটা ভুল। আনু মুহাম্মদ পণ্ডিত মানুষ, অধ্যাপক ছিলেন, ভালো মানুষ, কিছু আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তাকে সকলেই পছন্দ করে, তাঁর কিছু ভক্তও আছে, যারা তাঁকে পীরের মতো মানে। এসব কারণে তিনি এরকম কিছু বললে সেটা চট করে ছড়িয়ে পড়ে, তিনি ভুল কথা বললে ভুলটাই সত্যি রুয়োয়ে ছড়িয়ে পড়ে আর সেটার নেতিবাচক প্রভাব পড়ে তরুণদের উপর। সুতরাং তাঁর দায়িত্বও হচ্ছে ফেসবুকের ওই পোস্টটা সংশোধন করে ভ্রান্তিটা দূর করা। ভুলটা কোথায় বলছি। নির্বাহী বিভাগ কোটা সংস্কার করতে পারে। সেই ক্ষমতা অবশ্যই নির্বাহী বিভাগের। ওরা কোনো একটা খাতে কোটা কমাতে পারে, বাড়াতে পারে, নতুন কোটার খাত যোগ করতে পারে, পুরনো কোনো কোটা বাদ দিতে পারে। ক্ষমতাটা নির্বাহী বিভাগেরই। আপনি এইটাকে নির্বাহী বিভাগের দায়িত্বও বলতে পারেন। কিন্তু আদালতে যখন কোনো একটা মোকদ্দমায় কোনো অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা বা স্থিতাবস্থার আদেশ দেওয়া থাকে, তখন নির্বাহী বিভাগ আর সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কোটা সংক্রান্ত একটা মোকদ্দমায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইতোমধ্যে একটা স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। 

এই অবস্থায় নির্বাহী বিভাগ কোটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা হবে আদালতের আদেশ উপেক্ষা করা বা আদালতের কর্তৃত্বকে হেয় করা বা আদালত অবমাননা করা। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বিষয়টা এখন আদালতের হাতে, আদালতের পর্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের এখন কিছু করার নাই, এটা প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। আনু মুহাম্মদ আমার ফেসবুকে যুক্ত নন, কিন্তু আমার বন্ধুদের মধ্যে ৪০০র উপর বন্ধু আছেন যারা আনু মুহাম্মদেরও বন্ধু। আপনারা কেউ মেহেরবানী করে প্রফেসর সাহেবের দৃষ্টিতে আনুন ব্যাপারটা। আগেই বলেছি, আপনার ভুল বা আমার ভুল আর আনু মুহাম্মদের ভুল সমান গুরুত্ব বহন করে না। আপনার আমার ভুল থেকে তর্ক হতোয়ে পারে, গালাগালি হতে পারে,কিছু লোকের মধ্যে মনমালিন্য হতে পারে, কিন্তু বড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা কম। আনু মুহাম্মদের ভুল থেকে বড় বিপর্যয় হতে পারে। আনু মুহাম্মদের ভক্তরা, তার ভ্রান্তিটা আনুকে জানানো এটা আপনাদেরও দায়িত্ব। গোসা না করে এই দায়িত্বটা পালন করুন। ১৫-৭-২৪। যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/রসঃরধু.সধযসড়ড়ফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়