অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম: যেভাবে বুঝবেন কেউ মিথ্যে বলছেন কিনা? [১] যদি ১ মিনিটেরও কম সময়ের মধ্যে চোখের পলক ৪-৫ বার পড়ে উত্তর সঠিক হলে কাউকে চোখ ‘বন্ধ’ করতে হয় না; চোখের পলক এতো ঘন ঘন পড়ে না। [২] যদি ২ সেকেন্ডের বেশি সময় ধরে চোখের পাতা আবদ্ধ রাখে, চোখের পলক খুবই অল্প সময়ের জন্য হয়, কিন্তু যদি কেউ বেশিক্ষণ পাতা আবদ্ধ করে রাখে তার মানে সে সত্য লুকাতে চাচ্ছে। [৩] আবার ডান-হাতি মানুষ (বেশির ভাগ মানুষ ডানহাতি) কে অতীতে কী দেখেছে তা নিয়ে প্রশ্ন করলে যদি কেউ ‘বাম দিকে ও উপরের দিকে’ তাকায়-বুঝতে হবে মিথ্যে বলছে; কিন্তু যদি ‘ডান দিকে ও উপরে’ তাকায় তাহলে তারা আন্তরিক ও সৎ। লেখক: মনোবিদ
আপনার মতামত লিখুন :