শিরোনাম
◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান ◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০১:২৫ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ্যাকাডেমিক রাইটিংয়ে Run-on Sentence সংক্রান্ত সমস্যা ও সমাধান

মাসুদ রানা

মাসুদ রানা: ইংরেজিভাষী দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে ইদানিং বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির দিকে। কারণ, অনেক শিক্ষার্থীই নির্ভুল বাক্য গঠন করে এ্যাসাইনমেণ্ট রিপৌর্ট, থিসিস কিংবা পরীক্ষায় উত্তর লিখতে পারছে না। ফলে, তারা উচ্চশিক্ষার জটিল বিষয়গুলো সঠিকভাবে প্রকাশে অপারগ থেকে যাচ্ছে। নির্ভুল বাক্য গঠনের ক্ষেত্রে একটি বিশাল সমস্যা হচ্ছে রান-অন সেণ্টেন্স (run-on sentence), যেটি সম্পর্কে অনেকই সচেতন নন। 

আমার কাছে গ্রামার স্কুলের ও সরকারী স্কুলের যে দুটো মেয়ে ইংরেজি পড়ে, তাদেরকে গত সপ্তাহে run-on sentence-এর ওপর পাঠ দিতে শুরু করেছি। কিন্তু ওদের পড়াতে গিয়ে মনে হলো বাংলাদেশের শিক্ষার্থীদের কথা। তাই, এ-লেখাটি লিখছি মূলতঃ শিক্ষক ও শিক্ষিত মা-বাবাদের জন্য, যাতে তারা তাদের ছাত্র-ছাত্রী বা ছেলে-মেয়েদের সাহায্য করতে পারেন। প্রথমই বলা দরকার run-on sentence কী। সহজভাবে বলতে গেলে বলা যায়ঃ

দুই বা ততোধিক ইণ্ডিপেণ্ডেণ্ট ক্লজ যদি ভ্রান্তভাবে সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করে, সে-বাক্যটিকে বলা হয় run-on sentence. নীচে তিনটি উদাহরণ দিচ্ছি, যাদের প্রত্যেকটিই রান-অন সেণ্টেন্স। [১] ও I love to sing I want to sing on the TV. [২] ও love to sling, ও want to sing on the TV. [৩] ও love to sing and I want to sing on the TV. উপরের উদাহরণ সেণ্টেন্সগুলোর প্রতিটিতে অভিন্ন ক্লজ ব্যবহার করা হয়েছে। প্রতিটিতেই দুটো ক্লজ রয়েছে, এবং উভয় হচ্ছে ইণ্ডিপেণ্ডেণ্ট ক্লজ। কারণ, প্রতিটি ক্লজই খোদ একটি সিম্পল সেণ্টেন্স হয়ে একটি পূর্ণ সেন্স বা ভাব প্রকাশ করতে সক্ষম। উপরের বাক্য তিনটি-যে ভুল, তা অনেকেই বুঝতেও পর্যন্ত পারে না (বুঝলে তো আর ভুলটি করতো না)। এর কারণ হচ্ছে, বাক্য তিনটিতে যে দুটো করে ক্লজ আছে, সেগুলোর গঠন সঠিক। তাহলে, ভুলটি কোথায়? ভুলটি হচ্ছে দু'টো ক্লজের সংযুক্তিতে। অর্থাৎ, ক্লজ দুটোর মধ্যে যে আপেক্ষিক বিযুক্তি রেখে সংযুক্তি ঘটানোর প্রয়োজন, তার ঘাটতি। অর্থাৎ, সঠিকভাবে না থেমে দৌঁড়ানো হচ্ছে। তাই, একে বলা হচ্ছে run-on sentence. এ্যাকাডেমিক রাইটিংয়ে run-on sentence গ্রহণযোগ্য নয়। এমনকি এঈঝঊ পরীক্ষাতে এর জন্য মার্ক কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছেঃ run-on sentence ভুল নির্মূল করার উপায় কী? উপায় হচ্ছে নীচের চারটির মধ্যে যে-কোনো একটি স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন। তবে, প্রতিটি কৌশলেরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।
(দ্বিতীয় পর্বে সমাপ্য)। ০২/০৭/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়