শিরোনাম
◈ বিভিন্ন মামলায় নিরীহদের আসামি করা হচ্ছে: আইজিপি ◈ কাশ্মীর সংকট নিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ, কি কথা হলো? ◈ যেভাবে জন্ম নিয়েছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ◈ বজ্রপাতে কুমিল্লায় স্কুলছাত্রসহ ৪ ও কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যু ◈ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন, যা বললেন আইন উপদেষ্টা (ভিডিও) ◈ অর্থনীতিকে ফিরিয়ে আনছেন ইউনূস, রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন ◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০১:২৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ্যাকাডেমিক রাইটিংয়ে Run-on Sentence সংক্রান্ত সমস্যা ও সমাধান

মাসুদ রানা

মাসুদ রানা: ইংরেজিভাষী দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে ইদানিং বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির দিকে। কারণ, অনেক শিক্ষার্থীই নির্ভুল বাক্য গঠন করে এ্যাসাইনমেণ্ট রিপৌর্ট, থিসিস কিংবা পরীক্ষায় উত্তর লিখতে পারছে না। ফলে, তারা উচ্চশিক্ষার জটিল বিষয়গুলো সঠিকভাবে প্রকাশে অপারগ থেকে যাচ্ছে। নির্ভুল বাক্য গঠনের ক্ষেত্রে একটি বিশাল সমস্যা হচ্ছে রান-অন সেণ্টেন্স (run-on sentence), যেটি সম্পর্কে অনেকই সচেতন নন। 

আমার কাছে গ্রামার স্কুলের ও সরকারী স্কুলের যে দুটো মেয়ে ইংরেজি পড়ে, তাদেরকে গত সপ্তাহে run-on sentence-এর ওপর পাঠ দিতে শুরু করেছি। কিন্তু ওদের পড়াতে গিয়ে মনে হলো বাংলাদেশের শিক্ষার্থীদের কথা। তাই, এ-লেখাটি লিখছি মূলতঃ শিক্ষক ও শিক্ষিত মা-বাবাদের জন্য, যাতে তারা তাদের ছাত্র-ছাত্রী বা ছেলে-মেয়েদের সাহায্য করতে পারেন। প্রথমই বলা দরকার run-on sentence কী। সহজভাবে বলতে গেলে বলা যায়ঃ

দুই বা ততোধিক ইণ্ডিপেণ্ডেণ্ট ক্লজ যদি ভ্রান্তভাবে সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করে, সে-বাক্যটিকে বলা হয় run-on sentence. নীচে তিনটি উদাহরণ দিচ্ছি, যাদের প্রত্যেকটিই রান-অন সেণ্টেন্স। [১] ও I love to sing I want to sing on the TV. [২] ও love to sling, ও want to sing on the TV. [৩] ও love to sing and I want to sing on the TV. উপরের উদাহরণ সেণ্টেন্সগুলোর প্রতিটিতে অভিন্ন ক্লজ ব্যবহার করা হয়েছে। প্রতিটিতেই দুটো ক্লজ রয়েছে, এবং উভয় হচ্ছে ইণ্ডিপেণ্ডেণ্ট ক্লজ। কারণ, প্রতিটি ক্লজই খোদ একটি সিম্পল সেণ্টেন্স হয়ে একটি পূর্ণ সেন্স বা ভাব প্রকাশ করতে সক্ষম। উপরের বাক্য তিনটি-যে ভুল, তা অনেকেই বুঝতেও পর্যন্ত পারে না (বুঝলে তো আর ভুলটি করতো না)। এর কারণ হচ্ছে, বাক্য তিনটিতে যে দুটো করে ক্লজ আছে, সেগুলোর গঠন সঠিক। তাহলে, ভুলটি কোথায়? ভুলটি হচ্ছে দু'টো ক্লজের সংযুক্তিতে। অর্থাৎ, ক্লজ দুটোর মধ্যে যে আপেক্ষিক বিযুক্তি রেখে সংযুক্তি ঘটানোর প্রয়োজন, তার ঘাটতি। অর্থাৎ, সঠিকভাবে না থেমে দৌঁড়ানো হচ্ছে। তাই, একে বলা হচ্ছে run-on sentence. এ্যাকাডেমিক রাইটিংয়ে run-on sentence গ্রহণযোগ্য নয়। এমনকি এঈঝঊ পরীক্ষাতে এর জন্য মার্ক কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছেঃ run-on sentence ভুল নির্মূল করার উপায় কী? উপায় হচ্ছে নীচের চারটির মধ্যে যে-কোনো একটি স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন। তবে, প্রতিটি কৌশলেরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।
(দ্বিতীয় পর্বে সমাপ্য)। ০২/০৭/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়