মনজুর এ আজিজ : চলতি বছরের হজযাত্রীদের প্রথম কাফেলা বা প্রথম হজ ফ্লাইট মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছালে হজযাত্রীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেন সৌদি সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৪১৪ হজযাত্রী।
ইনসাইড দ্যা হারামাইনের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র ইহরাম পরিহিত হজযাত্রীরা নামার পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুল ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। অনেক নারী হজযাত্রীকে হাতে লাল গোলাপ ও গিফট ব্যাগ নিয়ে উচ্ছ্বসিত দেখা যায়। এই অভ্যর্থনার মাধ্যমে সৌদি সরকার এক অনন্য আতিথেয়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন- জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান, সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপদেষ্টা হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
খালিদ হোসেন বলেন, এ দেশের হজযাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজপালন করতে পারেন সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।
আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।