শিরোনাম
◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে ◈ সেনাবাহিনীকে হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি ◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো ◈ সারাভারতে বাজছে মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ঘৃণাপূর্ণ সঙ্গীত ◈ অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আহ্বান

‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’

গত ১৫ বছর ধরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে পুলিশকে জনগণের আস্থা অর্জনে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের ফলে তারা বহুবার জনরোষের শিকার হয়েছে। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় পুলিশের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই দেশের ৬২ জন কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— যা একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনীর লক্ষ্যের প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল— রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে পুলিশের উচিত হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়