শিরোনাম
◈ সারজিস আলমের চ্যালেঞ্জ, কড়া জবাব দিলেন রাশেদ খান ◈ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ হেডকোয়ার্টার্স ◈ টাই‌ব্রেকা‌রে আবাহনীকে হারিয়ে ফেডা‌রেশন কাপ জিত‌লো বসুন্ধরা কিংস ◈ বৃটেনে আসছে নতুন আইন: যৌন অপরাধে দণ্ডিতরা হারাবে থাকার অধিকার ◈ কাশ্মীরের পেহেলগাম ইস‌্যু‌তে পা‌কিস্তা‌নের সা‌বেক দুই হিন্দু - মুসলমান ক্রিকেটা‌রের কথার লড়াই চল‌ছে  ◈ অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ (ভিডিও) ◈ এবার বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য  ◈ শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ নতুন করে আসা লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের ◈ রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:২৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আহ্বান

‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’

গত ১৫ বছর ধরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে পুলিশকে জনগণের আস্থা অর্জনে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের ফলে তারা বহুবার জনরোষের শিকার হয়েছে। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় পুলিশের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই দেশের ৬২ জন কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— যা একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনীর লক্ষ্যের প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল— রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে পুলিশের উচিত হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়