শিরোনাম
◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

সরকারি কর্মকর্তাদের মধ্যে তেল মারার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন ‘তেল কিছু কম মারেন। তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে, পরে আর কি তেল মারবেন? এ জন্য তেল পরিমাণ মতো দিয়েন।’

আজ মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে সশস্ত্র বাহিনী এবং যশোর জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক ও দুর্নীতি।দুর্নীতি কমানো গেলে দেশে আর কোনো সমস্যা থাকতো না। এ জন্য সরকারি কর্মকর্তাদের পকেটের সংখ্যা কমানোর পরামর্শ দেন তিনি। বেশি পকেট থাকলে মনে হয় এই পকেটটা খালি রয়ে গেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ছাড়া তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন।

পুলিশের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইউনিফর্মে যেতে হবে।’ কমপক্ষে বাহিনীর ভেস্ট পরে অভিযানে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক। তাই আমাদের থেকে সবচেয়ে বেশি সুবিধা নিতে পারবেন। আমরা সবার জন্য সমান কাজ করছি। রাজনৈতিক সরকারের দলের লোকদের বিষয় মাথায় রাখতে হয়। আমাদের সেটা নেই।’

সরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টাদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। যশোর জেলা প্রশাসকের অমিত্রাক্ষর কার্যালয়ে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দৈনিক আমাদের সময় ও যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়