শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের সদ্য সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান শুরুর পর দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

চলতি বছরের মার্চে সিদ্দিকুর রহমানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। ১০ এপ্রিল সংস্থার পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক। টিমের অন্য সদস্যরা হলেন- কমিশনের সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

আদালতে দেওয়া আবুল হাসনাতের আবেদনে বলা হয়, সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশন ‘বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন’। তারা ‘বিদেশে পালিয়ে’ গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে ‘জ্ঞাত আয়বর্হিভূত’ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 

সিদ্দিকুর রহমান সরকারকে দুই বছর মেয়াদে গত বছরের এপ্রিলে রাজউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। সে বছর ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ১৯ সেপ্টেম্বর তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে তাকে পুনর্বহাল করে ২২ সেপ্টেম্বর। যা চলতি বছরের মার্চ পর্যন্ত বহাল ছিল। মার্চে এসে তার নিয়োগ বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়