শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে

মনিরুল ইসলাম: জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (ANFREL) প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও বৈঠকে কমিশনের সদস্য হিসেবে ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার  উপস্থিত ছিলেন। 

আনফ্রেল এর নির্বাহী পরিচালক ব্রিৎজা রোসেলস্ এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচি বিষয়ক কনসালটেন্ট মে বতুই ছাড়াও বৈঠকটিতে আরো অংশ নেন থারিন্ডু অভয়রত্ন, আয়ান রহমান খান এবং আফসানা এমি। 

এ সময় ঐকমত্য কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়৷ কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার সংক্রান্ত ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে  রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট  মতামত জানতে ইতোমধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৪ টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ১১টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। আগামী দিনগুলোতেও এ আলোচনা অব্যাহত থাকবে। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে৷ যা বাংলাদেশে দীর্ঘমেয়াদে সুষ্ঠু নির্বাচনে ইতিবাচক ভূমিকা পালন করবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়