বর্তমান সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে বাড়তি নতুন দায়িত্ব দিয়েছে সরকার। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরআগে ২০২৪ সালের ১০ নভেম্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছিলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন। শুরুতেই তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এতদিন এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ বশিরউদ্দিন। আজ ১৫ এপ্রিল থেকে নতুন দায়িত্ব হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।