শিরোনাম
◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য ◈ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ◈ মুক্তির পরও আয়নাঘরে বন্দীরা এখনো আতঙ্কে ! ◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় আসতে পেরেছি: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এবং আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকালে  সাড়ে ১১টার দিকে বগুড়া চেম্বার অফ কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা বগুড়ায় আসতে পেরেছি। এটি একটি চমৎকার জায়গা, এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ইরানের রাষ্ট্রদূত বগুড়া এসে সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত সফরের আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়