শিরোনাম
◈ আবেদন ছাড়াই রাজউক-এর প্লট নিয়েছেন সায়মা ওয়াজেদ ◈ হারের বৃত্তে বন্দি হয়ে আছে চেন্নাই সুপার কিংস, হেরেছে ১৮ রানের ব্যবধানে ◈ বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ আওয়ামী লীগের সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার ◈ দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ ◈ কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর (ভিডিও) ◈ বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রা‌নে হারা‌লো  বাংলাদেশের মেয়েরা ◈ বাংলাদেশ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায়  ◈ গতি বাড়ছে অর্থনীতিতে, জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৪৮ শতাংশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি

মনিরুল ইসলাম  : জাতীয় ঐকমত্য কমিশনের সাথে  কাল বিকাল ৩ টায় আলোচনায় বসবে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ এল. ডি. হলে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ 

আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশন হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। 

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনা করেছে কমিশন। সেই ধারাবাহিকতায় সোমবার ঐকমত্য কমিশন এবি পার্টির সাথে আলোচনায় বসবে। 

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- সহ ২৮ টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়