শিরোনাম
◈ প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে গাজায়: জাতিসংঘ ◈ পরিচয় মিলেছে কলশী ফ্লাইওভারে নিহত দুই মোটরসাইকেল আরোহীর  ◈ ড. ইউনূসের নেতৃত্বে নতুন গতিশীলতা পাবে বিমস্টেক: মিয়ানমারের প্রধানমন্ত্রী ◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি থাই প্রধানমন্ত্রীকে ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানান। শুক্রবার (৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়।

বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হন বলে জানান ড. ইউনূস। প্রতিউত্তরে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য, নৌ-পরিবহন ও সামুদ্রিক সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমে যাবে। এ সময় তিনি এক দশকেরও বেশি আগে চট্টগ্রাম এবং থাই রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালুর সময় এয়ার এশিয়ার প্রভাবের কথা স্মরণ করেন।

থাই প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, আঞ্চলিক অবস্থানে নতুন গতিশীলতা আনবেন ড. ইউনূস।

বৈঠকে থাই কোম্পানিগুলোকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে দুই দেশের মধ্যে রেল, সড়ক, সামুদ্রিক এবং বিমান যোগাযোগ উন্নত করার গুরুত্বও তুলে ধরেন।

তিনি জানান, শর্ত সাপেক্ষে থাইল্যান্ড, ভারত ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পে অংশ নিতে চায় বাংলাদেশ। এছাড়া উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য একটি যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়