শিরোনাম
◈ টাইম ট্রাভেল: কোনোভাবে কি অতীত কিংবা ভবিষ্যৎ ঘুরে আসা সম্ভব? ◈ অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক চলছে ◈ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত ◈ গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত- ২৫ ◈ ফরিদপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও আগুন ◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ ভারতীয় নিম্নকক্ষ মুসলিম এন্ডোমেন্ট পরিবর্তনের বিল পাশ করেছে ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম

এবার ভাইরাল মাফলার নিয়ে নতুন তথ্য দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মাফলারটা তার স্ত্রীর বোন কানাডা থেকে নিয়ে এসেছেন বলে জানান তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ওই অনুষ্ঠানে ভাইরাল মাফলার নিয়ে শফিকুল আলম আরও বলেন, যে দাম বলা হচ্ছে, সেটির ধারে-কাছেও না, তবে খুব চিপও না। এটা অনেক বছর ধরে ব্যবহার করে আসছি। যখন এটি নিয়ে আলোচনা শুরু হয় তখন লেবেলটা দেখেছি। এটি আমার পছন্দের একটি মাফলার।

প্রেস সচিব হিসেবে শফিকুল আলমকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা ও চর্চা হয়। এটির কারণ হিসেবে তিনি বলেন, ‘আগের প্রেস সচিবরা কোনো কাজ করতেন না। আগের কালচারটা ছিল, প্রাইম মিনিস্টারের সঙ্গে যাদের দহরম-মহরম সম্পর্ক ছিল তাদের নিয়োগ দেওয়া হতো। যারা কোনো কাজই করতেন না। কিন্তু আন্তর্জতিকভাবে প্রেস সচিবের কাজ অনেক। সেগুলোই আমি করে যাচ্ছি। এ জন্য সবার কাছে মনে হচ্ছে, আমি অনেক কাজ করছি। মূলত এটি আমার কাজ।’

অন্তর্বর্তী সরকারের সময় শেষ হয়ে গেলে ‘গন্তব্য’ কী হবে—জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘এটি নিয়ে এখনো ভাবিনি। আমাদের এখনো আরও কয়েক মাস তো আছে। মে বি ইলেকশনটা যখন হবে তারপরে আমি ছেড়ে দেব। খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা যে বই লেখা কিন্তু এতে তো সংসার চলে না, আমার তো সংসার চলাতে হবে। সেই চিন্তা করে আমার হয়তো জার্নালিজমে আবার ফিরতে হবে। আবার কেউ কেউ বলেন, ভাই—আপনি তো প্রেস কনফারেন্স খুব ভালো করেন, পলিটিকসে আসেন। তবে ওইটাও আমি অতটা দেখি না। দুই-তিনজন বলার কারণে পলিটিকসের বিষয়টি মাথার মধ্যে ঢুকছে, পরে আমি ওয়াইফের সঙ্গে বলছিলাম; তবে সে বলে দিয়েছে, একদম না- কোনোভাবেই এইটা করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে যদি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেটাও একটা কাজ হবে। কিন্তু আমার (প্রাইমারি ইচ্ছা আমি) জার্নালিজমে ফিরে যাওয়া, তবে সেটি লোকাল জার্নালিজমে হতে পারে। নিজে যদি কোনো পত্রিকা দিতে পারি, সেটার একটা খুব ইচ্ছা আছে।’ উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়