শিরোনাম
◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি ◈ ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যে আলোচনা হলো ◈ ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, কেউ নিলে খুব ভালো না নিলে কিছু করার নেই ◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি: পরিবহন উপদেষ্টা

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে  শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারবো না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, বাংলাদেশ পুলিশ, সড়ক-মহাসড়ক বিভাগ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা (বিআরটিএ) সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। 

তিনি আরও বলেন, বিআরটিএ’র পক্ষ থেকে প্রত্যেকটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট কাজ করছে। সেই সঙ্গে আমাদের ভিজিলেন্স টিমও আছে। 

পরিবহন উপদেষ্টার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়