শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাওয়ায় জুলাইয়ের সাহসী নারীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় জুলাই আন্দোলনের সাহসী নারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালে মর্যাদাপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় আপনারা যে অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছিলেন এই স্বীকৃতি তারই একটি শক্তিশালী প্রমাণ।

তিনি বলেন, সেই সংকটময় সময়ে আপনার কর্মকাণ্ড সাহসের প্রকৃত অর্থের উদাহরণ। আন্দোলনের নেতৃত্ব হিসেবে আপনারা শুধু প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়াননি, বিপর্যস্ত জাতির আশার মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন। পুরস্কারে বলা হয়েছে, অটল সংকল্প নিয়ে আপনারা সহিংস দমন-পীড়নের মুখোমুখি হয়েছেন, নিরাপত্তা বাহিনী এবং আপনার পুরুষ সহকর্মীদের মাঝে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের গুরুতর চ্যালেঞ্জের মধ্যেও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছেন। আপনাদের শক্তি এবং দৃঢ়তা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী অগণিত ব্যক্তি ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করে চলেছে।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের নিঃস্বার্থ প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় যে, ন্যায়বিচারের অন্বেষণ কখনই সহজ নয়, তবে এটি সর্বদা সার্থক। সত্যিকারের নেতৃত্ব ও ত্যাগ কেমন তা আপনারা বিশ্বকে দেখিয়েছেন এবং আপনাদের সাহসিকতার মাধ্যমে আপনারা বাংলাদেশের উজ্জ্বল ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ প্রশস্ত করেছেন।

প্রফেসর ইউনূস বলেন, আমরা আপনাদের প্রত্যেকের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত এবং এই স্বীকৃতি একটি ভাল প্রাপ্য সম্মান যা আপনার অবিচল চেতনাকে প্রতিফলিত করে। অন্তর্বর্তী সরকার আপনাদের পাশে আছে এবং আমরা একসঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার আদর্শের দিকে কাজ করে যাবো, যা আপনারা সাহসিকতার সঙ্গে রক্ষা করেছেন। বাংলাদেশ এগিয়ে যাওয়ায় আমরা আপনাদের সামনে ও কেন্দ্রে থাকার প্রত্যাশায় রয়েছি। এই অসাধারণ সাফল্যের জন্য আরও একবার অভিনন্দন জানাই। আপনারা সারা বাংলাদেশকে গর্বিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়