শিরোনাম
◈ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে : তথ্য উপদেষ্টা ◈ ব্যাংককে শুরু বিমসটেক শীর্ষ সম্মেলন, যাচ্ছেন প্রধান উপদেষ্টা ◈ লন্ডনের পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন তারেক রহমান (ভিডিও) ◈ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ◈ যুক্তরাজ্যে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় পলাতক চার মন্ত্রী! ◈ কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে ◈ অবিশ্বাস্য লড়াই শেষে ফাইনালে রিয়াল মাদ্রিদ! ◈ ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা অনৈতিক: মার্কিন আইনপ্রণেতারা ◈ দিনাজপুর মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীর সমাগমে সরগরম ও প্রাণবন্ত ◈ তাইওয়ানের চারপাশে চীনের বড় সামরিক মহড়া!

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা, কমছে বাংলাদেশিদের চিকিৎসা ব্যয়

চায়না ইস্টার্ন এয়ারলাইনস বাংলাদেশে চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। যাতে দেশের পূর্বাঞ্চলের মানুষ চীনের দক্ষিণাঞ্চলীয় শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারে।

শনিবার (২৯ মার্চ) চীনা কর্মকর্তারা জানান, কুনমিংয়ের চারটি হাসপাতালকে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য বিশেষভাবে মনোনীত করেছে, তবে এয়ার টিকেট মূল্য বেশি হওয়ায় চীনের এই শহরে ভ্রমণের বিষয়টি প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইটগুলো ভ্রমণ খরচ এবং সময় কমিয়ে আনবে। ফলে বাংলাদেশের আরও বেশি লোক চীনের স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য হাসপাতালের পুরো ফ্লোর উৎসর্গ করেছে। রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি খুবই কম। একজন বাংলাদেশি রোগী চীনের স্থানীয় মানুষের মতোই ফি প্রদান করবে।’

কুনমিংয়ে ভ্রমণ দ্রুততর করতে ঢাকা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা ও কুনমিংয়ের মধ্যকার ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর উদ্যোগ নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্মুক্ত করবে। জানা গেছে, এপ্রিল মাসে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল চিকিৎসা সুবিধা স্বচক্ষে দেখার জন্য কুনমিংয়ে যাবে।

গত মাসে কয়েক ডজন বাংলাদেশি প্রথমবারের মতো কুনমিংয়ে চিকিৎসার জন্য ভ্রমণ করেছেন। তারা সেখানে হাসপাতালের মানের প্রশংসা করেছেন। তবে, কয়েকজন ভ্রমণ খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়