কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁকে।
আফজাল সুজের মালিক ও সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে আশ্রয় দেওয়ায় জুতা কোম্পানিটির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার মাকছুদা খানম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশনের (অভিযান) ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ৫ নম্বর সংসদীয় আসনের সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।’