শিরোনাম
◈ নির্বাচনী সংস্কার: ৯ সুপারিশের ওপর ইসির কাছে প্রস্তাব চাইলো সরকার ◈ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে, এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে: সেনাপ্রধান ◈ পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত: প্রধান উপদেষ্টা ◈ কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ◈ মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ আজ ভয়াল ২৫ মার্চ ◈ নতুন টাকার রমরমা ব্যবসা, খোলাবাজারে দামও চড়া ◈ তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব আল হাসান ◈ ৩০ টাকা কেজিতে দিনে চার টন চাল বিক্রি করবে সরকার ◈ দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার 

মাসুদ আলম : রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। আব্দুল বাসেদ ওরফে বাধন ওরফে বাদল (২২) ও ২। মোঃ নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।

শনিবার রাত পৌনে ১২ টায়  মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

রোববার মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার থানার একটি টহল টিম জানতে পারে মিরপুর মডেল থানাধীন ১০নং গোলচত্বর সংলগ্ন এফএস স্কয়ারের দক্ষিণ পাশে প্রবেশ পথ সংলগ্ন পাকা রাস্তার উপরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত পৌনে ১২ টায় সেখানে পৌঁছায় এবং জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। ঐসময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর-১০ গোল চত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিল বলে স্বীকার করেছে। 

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়