শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৩:৪৯ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠ পর্যায়ে সার্ভার স্টেশনসহ অফিস সম্প্রসারণের নির্দেশ ইসির

সারাদেশে মাঠ পর্যায়ের ৬০টি নির্বাচন অফিস সম্প্রসারণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সার্ভার স্টেশনের জন্য এই অফিসগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৬ মার্চ) জানা যায়, ইসির সহকারী প্রধান খ. ম. আরিফুল ইসলাম এই অফিসগুলো সম্প্রসারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সম্প্রতি চিঠি দিয়েছেন।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিস ভবনগুলোর সম্প্রসারণের লক্ষ্যে সিনিয়র সচিবের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি জানায়, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ৫১টি জেলা সার্ভার স্টেশন (এফ টাইপ) ও ৯টি আঞ্চলিক নির্বাচন অফিস (সি ও ডি টাইপ) এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জেলা সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর এবং আঞ্চলিক সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়