শিরোনাম
◈ দেশের কোচদের নিয়ে জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান খালেদ মাহমুদ সুজন ◈ কর্মবিরতিতে যাওয়া মেট্রোরেলের স্টাফরা কাজে ফিরেছেন, মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে মার্কিন যুদ্ধজাহাজে হুথির ‘হামলা’ ◈ উর্দু ভাষায় আলাপচারিতার ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি ও হেফাজত নেতা যা বলছেন ◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় ঐকমত্য কমিশন  ১১টি রাজনৈতিক দলের মতামত পেয়েছে 

মনিরুল ইসলাম: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরও ৪টি দল তাদের মতামত জমা দিয়েছে। আজ ১৬ মার্চ পর্যন্ত মোট ১১টি রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে। এছাড়া ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেয়ার জন্য অনুরোধ করেছেন। অন্যান্যদলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।

আজ রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গ্রহণের লক্ষ্যে  ১৩ মার্চের মধ্যে প্রেরণের অনুরোধ জানিয়ে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলেরনিকট প্রেরণ করা হয়েছিল।

উল্লেখ্য যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। বিগত ১৫ ফেব্রুয়ারি উক্ত কমিশনের কার্যক্রম শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়