শিরোনাম
◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে হত্যার হুমকি দেওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকার বসন্ধুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পুরো বিষয়টি আরও বিস্তারিতভাবে পরে গণমাধ্যমকর্মীদের জানাবেন বলেও জানিয়েছেন তিনি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, সন্ত্রাসী সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনতে চট্টগ্রাম পুলিশের একটি দল নিয়ে তিনি ঢাকার পথে আছেন। 

‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে খুন, হামলা, চাঁদাবাজির অনেকগুলো অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন আমিরুল ইসলাম। সাজাদকে ধরতে কয়েকমাস ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। কয়েকমাস আগে সাজ্জাদের খোঁজে পুলিশি অভিযানের পর ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়