শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৪:১৬ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

কক্মবাজারের টেকনাফের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

প্রেস উইং জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ সফররত মহাসচিব এন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে কমিউনিটির একজন সদস্য যখন নিহত হন, যিনি এই জমায়েতে যোগ দিতে এসেছিলেন।

প্রেস উইং জানায়, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছিল। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

তার মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচ জন আহত হলে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি মাহে রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান। ধারণা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়