শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ ◈ সেনাবাহিনী বিষয়ে ভলকার টুর্কের মন্তব্য নিয়ে যা বলল আইএসপিআর ◈ জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও ◈ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালক নিহত   ◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট ◈ দুর্বল দলের বিরুদ্ধে কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক ◈ শিশুকে বিষ পান করিয়ে হত্যাকারী সেই সৎ মা গ্রেপ্তার ◈ মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব

এল আর বাদল : বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সেনানিবাস, ভবন ও সেনা ইউনিটও রয়েছে। এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। সূত্র: বিবিসি বাংলা

টাঙ্গাইলের ভুঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।
তেমনি কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

বরিশালের লেবুখালির শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।
ভাটিয়ারির বিএমএ-তে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।

হালিশহরের এসিএন্ডএস-এর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্সের (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে।

কক্সবাজারের রামু সেনানিবাসে মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখার প্রস্তাব করা হয়েছে।

ঢাকার বিজয় সারণীতে এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে। শরীয়তপুরের জাজিরায় চরজানাজাতে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম পরিবর্তন করে কম্পোজিট মিলিটারি ফার্ম, জাজিরা রাখার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে স্বাধীনতা জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে।
টাঙ্গাইলের ভুঞাপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

নারায়ণগঞ্জ জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ির নাম পরিবর্তন করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি রাখার প্রস্তাব করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাজিরার নাম পরিবর্তন করে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

বরিশালের লেবুখালিতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসিতে শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।

হালিশহরের এসিএন্ডএস-এ মুজিব ব্যাটারী সড়কের নাম পরিবর্তন করে গোলন্দাজ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে।

গত ১৬ই জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়