বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী গিয়াস উদ্দিন আল মামুনকে মানিলন্ডারিং মামলা থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টও এই মামলায় হাইকোর্টের রায় বাতিল করেছে।
তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ বলেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গিয়াস উদ্দিনের করা আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।