শিরোনাম
◈ রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট (ভিডিও) ◈ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে 'আরাকান আর্মি' ◈ শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? ◈ সারজিস আলমের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ◈ যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বহির্গমন ছাড়পত্রের আবেদন না নেওয়ায় বিএমইটিতে হট্টগোল

মনজুর এ আজিজ : সৌদি আরবসহ বিভিন্ন দেশের বহির্গমন ছাড়পত্রের আবেদন সরাসরি না নেওয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে আন্দোলন করেছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার সদস্যরা। এ সময় বিএমইটি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের হট্টগোল, বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বুধবার কাকরাইলের বিএমইটির প্রধান কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে এজেন্সির প্রায় ৩০ জন সদস্য বিএমইটি মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের দপ্তরে আলোচনায় বসেন। 

এ সময় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে বারবার সমস্যা তৈরি করছে। বুধবারও কোন ফাইল জমা নেয়নি। হঠাৎ করে সব ফাইল অনলাইনে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে, ম্যানুয়ালি কোন ফাইল গ্রহণ করেনি। যেকোনও নির্দেশনা বাস্তবায়ন করতে ন্যূনতম কিছু দিন সময় দিতে হয়। কিন্তু কিছু কর্মকর্তা তা না করে কৃত্রিম সংকট তৈরি করছে।

রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বলেন, বিএমইটি হঠাৎ করে সৌদি ভিসার ক্ষেত্রে সত্যায়ন চায়। কিন্ত এটা এক মাস আগে জানালে হতো। গতকাল থেকে হঠাৎ তারা অনলাইনে একটা করে আবেদন জমা নিচ্ছে। আগে প্রতিদিন ৪০ থেকে ৫০টা আবেদন করা যেত। এখন থেকে মাত্র একটি করে আবেদন নিচ্ছে। 

ব্রাদার্স ম্যানপাওয়ার সার্ভিসের কর্মী দেলোয়ার হোসেন জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে বিএমইটি ক্লিয়ারেন্সের আবেদন ম্যানুয়ালি নিচ্ছে না। আর বুধবার থেকে অনলাইনে জমা নিচ্ছে। কিন্ত অনলাইনে দিনে একটার বেশি আবেদন দেওয়া যায় না। এই মুহূর্তে আমাদের এজেন্সির এত আবেদন কীভাবে করবো।

তিনি বলেন, আমাদের অনেক কর্মীর টিকিট কাটা হয়ে গেছে। এখন ক্লিয়ারেন্স কার্ড নিতে না পারলে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তারা হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এক মাস আগে থেকে জানালে সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারতাম।

এ প্রসঙ্গে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা এ বিষয়ে বায়রার নেতাদের সঙ্গে বসছি। আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়