শিরোনাম
◈ প্রতিদিন অন্তত ১০০ শিশু হতাহত হচ্ছে গাজায়: জাতিসংঘ ◈ পরিচয় মিলেছে কলশী ফ্লাইওভারে নিহত দুই মোটরসাইকেল আরোহীর  ◈ ড. ইউনূসের নেতৃত্বে নতুন গতিশীলতা পাবে বিমস্টেক: মিয়ানমারের প্রধানমন্ত্রী ◈ ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

১৫ লাখ টাকা মূল্যের  ইয়াবাসহ গ্রেফতার ২

মাসুদ আলম : রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম: ১। মোঃ আল-আমিন (৩৮) ও ২। মামুন শেখ (৪০)। শনিবার সন্ধ্যায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে পাঁচ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহের আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা। এ ঘটনায় মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা  হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃরা সংঘবদ্ধ ও আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ সীমান্তবর্তী জেলাসমূহ থেকে  ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ অন্যান্য এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত  ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজেদের কাছে রেখেছিলো বলপ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়