শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রমজানে বিশেষ নির্দেশনা ◈ বৈষম্যবিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল ◈ কুমিল্লায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতা, হাইওয়ে ওসি প্রত্যাহার ◈ কলকাতা যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা ◈ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১২৬ ◈ সরকার ও বিএনপি-জামায়াতকে জড়িয়ে ২৬৮ অপতথ্য প্রচার ◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

হাবকে শক্তিশালী করে সকলের জন্য কাজ করা হবে: হাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক :  দীর্ঘদিন ধরে হাবে চলা দূর্নীতি ও অনিয়মের ফলে অনেক হজ এজেন্সি মালিক তাদের বেতন দিতে পারছেন না। তাই আপনাদের সহযোগিতার মাধ্যমে হাবকে শক্তিশালী করে সকল সদস্য ও হাজীদের কল্যাণে কাজ করা হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নব নির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।

শনিবার দুপুরে রাজধানীর গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোটে হাব এর নতুন ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির দ্বায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি।

হাব সভাপতি বলেন, সভাপতির দ্বায়িত্বটা অনেক কষ্টের ও টেনশনের। তবে আপনাদের সর্বাত্নক সহযোগিতা পেলে আমরা হাব সদস্য ও হাজীদের কল্যাণে অনেক ভাল কিছু করার চেষ্টা করব। কল্যাণকর হাব গঠন করার জন্য হানাহানি, মারামারি চাই না। সবাই মিলে মিশে কাজ করতে চায়।

তিনি বলেন, আমাদের সময়ে কোনো এজেন্সি অভাবে থাকবে না। বিভিন্ন কমিটি করে অবহেলিতদের টেনে তোলা হবে। হবের অফিসে কোনো দূর্নীতি হবে না। কাউকে করতেও দেব না। পাশাপাশি সর্বদা হাজীদের কল্যাণে কাজ করা হবে বলে জানান তিনি।

হাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও বিশ্ব বরেণ্য আলেমেদীন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাঈদী বলেন, গত ১৩ বছর ধরে ব্যবসা করতে পারিনি, অফিসেও বসতে পারিনি। এখন থেকে হাজীদের কল্যাণে কাজ করব। তবে এবারের হজের প্রায় কাজই সম্পন্ন হয়েছে। আগামীতে আমরা ভাল ভুমিকা রাখতে পারব ইনশাআল্লাহ।

তিনি বলেন, হাবের আগের কমিটি ১৫-১৬ কোটি টাকা নিয়ে পালিয়েছে। অডিটের মাধ্যমে আমরা তা আদায় করার সর্বাত্নক চেষ্টা করাব। তবে এক্ষত্রে আপনাদের সহযোগিতা চায়। আমরা সকলে ভোদাভেদ ভুলে মিলেমিশে কাজ করতে চায়।

হাবের নবনির্বাচিত মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এবারের নির্বাচনে অনেক চ্যালেঞ্জ ছিল। কারণ আগে কখনও হাব নির্বাচনে ৩টি প্যানেল হয়নি। এ চ্যালেঞ্জের মধ্যেও আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য নির্বাচন বোর্ডসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা নির্বাচনে ফেল করেছেন আমরা তাদের নিয়েও কাজ করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে একই ছাতার নিচে থেকে হাজীদের কল্যাণে কাজ করে যেতে চায়। গত ১৭ বছরে ১৫ কোটি টাকা কালেকশন হয়েছে, অথচ এখন কোনো ফান্ড নেই। আমরা হাজীসহ সকল সদস্যদের কল্যাণে কাজ করে যেতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবের সাবেক সভাপতি আব্দুস শাকুর, মোহাম্মদ ইব্রাহীম বাহার, আলহাজ্ব জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব শরাফতি, আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ, সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুঁইয়া, কাজী মফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়