শিরোনাম
◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি ◈ নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুরো সংবিধানকে বদলে ফেলা যুক্তিযুক্ত নয়: ড. কামাল হোসেন (ভিডিও) ◈ আবারও শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে! ◈ চারদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম ◈ এবার খাদ্যে বিভাগের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান! ◈ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে প্রধান উপদেষ্টাসহ আমন্ত্রণ পেলেন যারা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয়ভাবে আ.লীগ আমলের ৩ নির্বাচন অবৈধ ঘোষণা করতে নোটিশ

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া বিগত তিনটি (২০১৪, ২০১৮ এবং ২০২৪) সংসদ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। খবর: আরটিভি অনলাইন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়।

নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা।

নোটিশে বলা হয়, আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হয়ে এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করছি। 

‘পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামমাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করে ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করে দিয়েছে। তথাকথিত নির্বাচিত সদস্যরা এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচনের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি VOID AB INITIO আরোপক্রমে The Representation of the People Order, 1972 (P. O. No. 155 of 1972) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং DOCTRINE OF NECESSITY অনুসারে ওই নির্বাচনসমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ আইনসিদ্ধ হবে বটে।’

এতে আরও বলা হয়ে, আগামী ১৫ দিনের মধ্যে পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত তিনটি নির্বাচন অবৈধ ও বেআইনি ঘোষণা করা, ওই নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা, ওই সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সব আয়কে অবৈধ ঘোষণা করা, দোষী সব ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা অনতিবিলম্বে রাষ্ট্রের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়া এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যেসব পদক্ষেপ গ্রহণ সমীচিন তা করা।

নোটিশে দায়িত্বরত সব নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব নির্বাচন কমিশন, দুদক চেয়ারম্যান, দুদকের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ভূমি উপদেষ্টা ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা ও যথাযথ আইনি ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের মামলা করা হবে বলেও জানান নোটিশ প্রদানকারী আইনজীবী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়